
ওমর ফারুক
##———————##
লক্ষ টাকা করে ব্যয়
যাও তুমি মক্কা মদিনায়?
মা জননী রয় পড়ে,অনাহারে অনাদরে,
নাও না একবার খোঁজ,
কি হবে গিয়ে মক্কা মদিনায় রোজ?
ময়ূরপঙ্খী খাঁটে
তুল-তুলে বিছানায়,তুমি যাও নিদ্রায়?
মা জননী রয়,শক্ত খাঁটে শুয়ে,
মশা আর ছারপোকায় নেয় চুষে রক্ত,
কষ্ট ও যন্ত্রণা সয়ে কাটায় রাত।
কারি কারি টাকায়
চাকচিক্যতায় পূর্ণ,গড়েছ রংমহল?
মা জননী রয় জরাজীর্ণ ঘরে,
বৃষ্টির জল ঝড়ে, বিছানার উপরে,
তুমি থাকো সুখে রংমহলের ঘরে?
সামান্য ব্যাধিতে ছুটে যাও বিদেশে
চিকিৎসা করাতে,
মায়ের দেহে রোগের বাসা,
আসে না ডাক্তার, পায়না ঔষধ,
তোমার মনে নেই কি মানবতাবোধ?
বিদেশ থেকে আনা,দামি দামি জামা
তুমি দিয়ে গায়,লোক সমাজে চলো?
মায়ের দেহে ছেঁড়া নোংরা জামা
রয় পড়ে ঘরের কোনে,
তোমার মনে নেই কি লজ্জা বোধ?
২৭-৫-২০২৩