
স্টাফ রিপোর্টার:-
রাজশাহীর বাঘা থানাধীন হরিরামপুর মনিগ্রাম ইউনিয়নের বাসিন্দা হিন্দু সম্প্রদায়ের নীর সিংহ দাসের (৬৫) উপর সন্ত্রাসীরা হামলা করেছে। গত মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুর ১২ টার দিকে হরিসংকরপুর বাজারে তার উপরে হামলা করা হয়েছে বলে জানা যায়।
হামলাকারীরা হলেন, হরিরামপুরের চমৎকার পাকার(৬০)এর ছেলে উজ্জ্বল পাকা(২৫)। জানা গেছে, উজ্জ্বল পাকা ও তার পিতা চমৎকার পাকা দুইজন মিলে একত্রিত হয়ে কোন কারণ ছাড়াই তাকে মারতে শুরু করে।
ভুক্তভোগী নীর সিংহ দাস বলেন, আমি বাজারে একটা দোকানের পাশে ফাকা জায়গায় শুয়ে ছিলাম হঠাৎ উজ্জ্বল পাকা ও তার পিতা চমৎকার পাকা এসে কোন কারন ছাড়াই গালাগালি করতে শুরু করে এবং এক পর্যায়ে আম গাছের ডাল দিয়ে বেধরক মারতে শুরু করে। একপর্যায়ে এলাকাবাসী তাদের ঠেকাতে আসলে তাদের সাথেও মারমুখী আচরন করে এবং আওয়ামীলীগ সরকার ও দলের নেতাকর্মীদের গালাগালি শুরু করে। আমি এ বিষযে থানায় অভিযোগ করেছি কিন্তু একদিন পেরিয়ে গেলেও থানা থেকে কোন পদক্ষেপ গ্রহণ করা হযনি।
তিনি আরও বলেন, আমি আওযামীলীগ করার কারনে এবং সরকার ক্ষমতায় থাকা অবস্খায় যদি বিএনপির ছেলেদের কাছে এভাবে বিনা কারনে মার খেতে হয় তাহলে এটা আমাদের জন্য অনেক লজ্জাজনক। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠ বিচার দাবি করছি।
ঘটনাস্থলে থাকা আব্দুর রশিদ ফেলু জানান, হঠাৎ করে বাজারে এসে উজ্জ্বল পাকা ও তার পিতা চমৎকার পাকা নীর সিংহ দাসকে গালি করে এবং এক পর্যায়ে তারা তাকে মারতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রের বাইরে চলে গেলে আমিসহ এলাকাবাসী সেখানে গেলে তারা আওয়ামী লীগ সরকার ও নেতাকর্মীদের গালাগালি করে এবং আমাদের সাথে মারমুখী আচরন করে। আমরা এলাকাবাসী এর সুষ্ঠ বিচার দাবি করছি।
এ বিষয়ে বাঘা থানার ওসিকে ফোন দিলে তিনি বলেন, আমি গতকাল এসেছি এ বিষযে এখন পর্যন্ত কিছু জানিনা তবে এটা দুঃখ জনক ঘটনা। তবে আমি এটার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবো।