এম,দিদারুল আলমঃ চট্টগ্রাম প্রতিনিধি

ফটিকছড়ি উপজেলার দক্ষিণ খিরাম হচ্ছারঘাট ওয়াহেদ আলী জামে প্রাঙ্গণে, এলাকাবাসী ও প্রবাসীদের যৌথ ব্যাবস্থাপনায়, আগামী কাল রোজ বুধবার আহলে বাইতে রাসুল (সাঃ) র স্বরণে শোহাদায়ে আজিমুশশান পবিত্র কারবালা মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। খিরাম ক্বাদেরীয়া মূঈনীয়া দাখিল মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ মফিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান আলোচকের বক্তব্য পেশ করবেন বিশিষ্ট ইসলামি স্কলারস ঐতিহ্যেবাহী নানুপুর মজাহারুল উলুম গাউছিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক হযতুলহাজ্ব আল্লামা মুফতি ফখরুদ্দীন আলক্বাদেরী (মাঃজিঃআঃ) এতে উদ্ভোধনী বক্তব্য রাখবেন ওয়াহেদ আলী পন্ডিত জামে মসজিদের পেশ ঈমাম ও খতিব মাওলানা ছেলিম উদ্দীন কাদেরী, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন খিরাম ক্বাদেরীয়া মূঈনীয়া দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার আল্লামা মুফতি কাজী ওমর ফারুক আজমী (মাঃজিঃআঃ) এতে উপস্থিত থাকবেন – খোতুবায়ে ইজাম, উলামায়ে কিরাম, সাংবাদিক বুদ্ধিজীবী, সমাজ সেবক, এতে আপনাদের সবাইকে দ্বীনি দাওয়াত রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!