
রাঙ্গুনিয়ায় হুজুর কেবলার আগমনে আজ ০২ অক্টোবর (সোমবার) গাউসিয়া কমিটি রাঙ্গুনিয়া উপজেলা দক্ষিণ মধ্যম শাখার জরুরী সভা।
আওলাদে রাসুল, রাহনুমায়ে শরীয়ত ও তরিকত, হাদীয়ে দ্বীনো মিল্লাত, পীরে বাঙ্গাল হযরতুলহাজ্জ হুজুর কেবলা আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবের শাহ (মজিআ) ও শাহজাদা হুজুর কেবলা সৈয়দ মুহাম্মদ কাশেম শাহ(মজিআ) আগামী ০৮ অক্টোবর (রবিবার) ২০২৩ আগমন উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা দক্ষিণ মধ্যম শাখার এক জরুরী সভা আজ ০২ অক্টোবর (সোমবার) বিকাল ৩ টায় চন্দ্রঘোনা তৈয়বিয়া মাদরাসা সংলগ্ন খানকাহ শরীফে অনুষ্ঠিত হবে।
এতে গাউসিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনীয়া উপজেলা দক্ষিণ-মধ্যম ও আওতাভুক্ত পৌরসভা, ইউনিয়ন,ওয়ার্ড, ইউনিটসহ হুজুর কেবলার মুরীদ,ভক্ত সকল ভাইদের উপস্থিত হয়ে পরামর্শ ও সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন রাঙ্গুনিয়া উপজেলা গাউসিয়া কমিটি দক্ষিণ মধ্যম শাখার সভাপতি নুর মোহাম্মদ মেম্বার ও সাধারন সম্পাদক আশরাফ উদ্দিন সরোয়ার।