
সাব্বির হোসেন, স্টাফ রিপোর্টার//
বরিশালের বানারীপাড়া উপজেলায় বহুল পরিচিত এবং আত্ম মানবতার সেবায় নিয়জিত প্রতিষ্ঠান বানারীপাড়া ব্লাড ব্যাংকের অন্যতম কার্যনির্বাহী সদস্য রাশিদুল ইসলাম মারুফের জন্মদিন।দিনটিকে বিশেষ ভাবে পালন করার উদ্যোগ নেন সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক মাইদুল ইসলাম রনি।২৯ মে সোমবার বানারীপাড়ায় নিজস্ব কার্যালয়ে কেক কেটে বর্নিল আয়োজনে শুভ জন্মদিন পালন করে।উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন বানারীপাড়া ব্লাড ব্যাংকের সহকারী পরিচালক মো রাইসুল ইসলাম সানি এছাড়াও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য, মুহাম্মদ জেএস শাহীন, মো হাসিব মাহমুদ ,আরিফুল ইসলাম,মো.কালাম,নাজরিন আক্তার,সাব্বির হোসেনসহ বেশ কিছু রক্তদাতা। উপস্থিত সকলে কার্যনির্বাহী সদস্য মারুফের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামণা করেন।