received 289429293984706

তারেক আজিজ চৌধুরী, স্টাফ রিপোর্টার

এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এর চট্টগ্রাম আঞ্চলিক কমিটির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) ও নতুন সদস্যদের ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান চট্টগ্রাম জিননুরাইন কনভেনশন হল (৩য় তলায়) অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এর চট্টগ্রাম আঞ্চলিক কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবু জাফর।
আটাব এর চট্টগ্রাম জোনের সেক্রেটারি জনাব মোহাম্মদ ইদ্রিস মিয়ার সঞ্চলনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এর মান্যবর সভাপতি এস এন মনজুর মোর্শেদ মাহবুব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এর ইভিপি আলহাজ্ব এইচ এম মুজিবুল হক শাকুর, আটাব এর মহাসচিব আব্দুল সালাম আরেফ ও ফ্লাই দুবাই এয়ারলাইনস এশিয়া কান্ট্রি ম্যানেজার বিনদ আব্রাহাম।

অনুষ্ঠানে সরকারি নিবন্ধনকৃত বৈধ ট্রাভেল এজেন্ট নতুন মেম্বারদের ক্রেস্ট প্রদান করেন অতিথিরা। অনুষ্ঠানে সামরাস ট্রাভেলস এন্ড ট্যুরস এর স্বত্বাধিকারী, হালাল ডাইন রেষ্টুরেন্টের পরিচালক ও লোহাগাড়া আইডিয়াল স্কুলের ডাইরেক্টর মোহাম্মদ আবু ছিদ্দিককে এসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এর চট্টগ্রাম জোনের নতুন সদস্য হিসেবে “শুভেচ্ছা স্মারক” প্রদান করেন অতিথিরা।

লোহাগাড়া উপজেলা কলাউজান ইউনিয়নের কৃতি সন্তান আবু ছিদ্দিক একজন তরুন সংগঠন, উদয়নমান ব্যবসায়ী ও সৃষ্টিশীল মানুষ। সে বিভিন্ন সামাজিক, মানবিক ও ক্রীড়া সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে এলাকার উন্নয়নমুলক কাজ করে যাচ্ছেন। তাছাড়া ব্যবসায়ীক ক্ষেত্রে তাঁর আন্তরিক ব্যবহার, সততা ও বিশ্বস্থতার জন্য সকলের মন জয় করে লোহাগাড়ার একজন সুপরিচিত ও আস্থাভাজন ব্যক্তি হিসেবে সুনাম অর্জন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *