
বিনোদন ডেস্কঃ শান্তা দেব ফিল্ম ফেস্টিভ্যাল -২০২৩ উৎসবে আন্তর্জাতিক সম্মাননা পেলো কাঠগোলাপ। গত শনিবার ভারতের তামিলনাড়ুতে শেষ হয় এই ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যালে জুরি বোর্ড সন্মাননা পেয়েছে ‘কাঠগোলাপ’। এর সত্যতা নিশ্চিত করেছেন ছবির প্রযোজক ফরমান আলী। সেন্সরবোর্ডে জমা হওয়া সিনেমাটি মুক্তির আগেই বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে অংশ নিচ্ছে। এ ব্যাপারে ফরমান আলী বলেন, ভারতের অন্যতম জনপ্রিয় একটি আন্তর্জাতিক সিনেমা উৎসব শান্তা দেব ফিল্ম ফেস্টিভ্যাল। অত্যন্ত সুসংগঠিত জুরিবোর্ডের মাধ্যমে সিনেমাগুলো প্রদর্শনীর জন্য সেখানে নির্বাচিত হতে হয়। সেই ধাপ পেরিয়ে সেখানে জুরি বোর্ড সন্মাননা পেয়েছে আমাদের ‘ কাঠগোলাপ’।তিনি আরো বলেন, এটা খুবই ইতিবাচক সংবাদ। আমরা চেষ্টা করবো বিভিন্ন ফেস্টিভ্যাল গুলোতে অংশগ্রহণ করতে। সবার সহযোগিতা পেলে অনুপ্রাণিত হবে ‘কাঠগোলাপ’ টিম। তিনটি ভিন্ন ভিন্ন গল্পের সমন্বয়ে নির্মিত হয়েছে ‘কাঠগোলাপ’ সিনেমাটি। আমার বিশ্বাস ‘কাঠগোলাপ’ দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশি চলচ্চিত্রের ভাবমূর্তি ও সুনাম বৃদ্ধি করবে। ড্রিমল্যান্ড এন্টারটেইনমেন্টের বান্যারে নির্মিত সিনেমাটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অপূর্ণ রুবেল। সিনেমাটি গ্রাফিতে ছিলেন নাহিয়ান বেলাল। ‘কাঠগোলাপ’ সিনেমায় অভিনয় করেছেন- সাবরিনা সুলতানা কেয়া, রাশেদ মামুন অপু, মেঘলা মুক্তা, সুজন হাবিব, দিলরুবা দোয়েল, এ কে আজাদ সেতু, জামশেদ শামীম, কুন্তল বিশ্বাস প্রমুখ। এর আগে ৫ আগষ্ট ভারতের দিল্লিতে ১১ তম জাগরণ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় সিনেমাটি।