ফের রাজশাহীতে মিলন ও তার সহযোগীর চাঁদাদাবি, থানায় জিডি
ফের রাজশাহীতে মিলন ও তার সহযোগীর চাঁদাদাবি, থানায় জিডি
স্টাফ রিপোর্টার, রাজশাহী: চাঁদা না পেয়ে ফেসবুকে মানহানীকর উক্তি করায় নূরে ইসলাম মিলন ও হাবীব তারা’র বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় জিডি করেছেন ভুক্তভোগী অভিলাস দাস তমাল।

বুধবার রাতে এই সাধারন ডায়েরী করেন তিনি। বোয়ালিয়া মডেল থানার জিডি নং-২৯৬, তাং- ৬/৭/২০২২।

জিডির বরাত দিয়ে জানা যায়, মো: নুরে ইসলাম মিলন- এর সহায়তায় বাদির কাছে বিভিন্ন সময় মোটা অংকের টাকা দাবি করেন মিলনের সহায়তায় তার সহযোগী তারা।

তার দাবিকৃত টাকা না দেয়ায় গত ১জুলাই ”হাবীব তারা” ফেইসবুক আইডি যাহার লিংক নং “https://m.facebook.com/story.php?storyfbid=1879201188956417&id=100005996625512 =১০০০০৫৯৯৬৬২৫৫১২ ” থেকে বাদীর নামে মানহানীকর উক্তি ছবি সহকারে আক্রমনাত্নক তথ্য উপাত্ত প্রচরে করেন।

এতে সামাজে বাদির ভাবমূর্তী ও সুনামক্ষুন্ন হয়েছে। এমতাবস্থায় তিনি প্রতিকার চেয়ে বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডাইরী করেছেন ভুক্তভোগী তমাল।

জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাজহারুল ইসলাম জানান, ফেসবুকে মানহানীকর স্ট্যাটাস দেয়ায় তমাল বাদি হয়ে থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *