
“আমরা একসাথে কাজ করার স্মৃতিকে লালন করি”আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক
জুয়েল আহমেদ রাজশাহী প্রতিনিধি :
আজ দুপুর ৩ টায় আরএমপি সদরদপ্তরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মো: আবু কালাম সিদ্দিক মহোদয়, আরএমপি সদরদপ্তরে কর্মরত জনাব মো: এনামুল হক স্টেনো-টু-পুলিশ কমিশনার এর অবসরজনিত বিদায় উপলক্ষ্যে তাকে শুভেচ্ছা জানিয়ে সম্মাননা স্মারক প্রদান করেন। এসময় পুলিশ কমিশনার মহোদয় বিদায়ী অতিথির অবসর জীবনে সু-স্বাস্থ্য কামনা করেন।
জনাব মো: এনামুল হক ১৯৮৫ সালে স্টেনোটাইপিস্ট পদে সারদা পুলিশ একাডেমি, রাজশাহীতে যোগদান করেন। ১৯৯২ সালে রাজশাহী জেলায় বদলি হন। ২০০৪ সালে স্টেনোগ্রাফার পদে পদোন্নতি লাভ করেন, ২০০৫ সালে গাইবান্ধা জেলা এবং একই বছর আরএমপিতে যোগদান করেন। তিনি দীর্ঘ ৩৭ বছর ২ মাস অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে আজ স্টেনো-টু-পুলিশ কমিশনার পদে অবসরগ্রহণ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জনাব মো: সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার জনাব এ এফ এম আনজুমান কালাম, বিপিএম(বার) এবং উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) জনাব মুহাম্মদ সাইফুল ইসলাম-সহ আরএমপি’র ঊর্দ্ধতন কর্মকর্তাগণ এবং সিভিল স্টাফবৃন্দ।