received 983319072742746


এস কে সাজেদুল হক চিতলমারী বাগেরহাটঃ

বাগেরহাটের চিতলমারীতে আমাদের স্বপ্নের ষ্টোর, স্বপ্ন এখন চিতলমারী -তে শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ অক্টোবর বেলা ১১ টায় মায়ের দোয়া ইলেকট্রনিক্স ভবন (চিতলমারী মাছ বাজার সংলগ্ন) এ নতুন স্বপ্নের ষ্টোরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত,গীতা পাঠ, আলোচনা ও দোয়া শেষে ফিতা কেটে ষ্টোরের শুভ উদ্বোধন করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন, হেড অফ এক্সপেনসন এম ডি সামসুজ্জামান,এসি আই লজিষ্টিক্স লিঃ (স্বপ্ন) রিজোনাল অপারেশন জোনাল ম্যানেজার মোঃ মঈন উদ্দিন মঈন,রিজোনাল ম্যানেজার (একাউন্স)পদ্মার এপার এসি আই লজিস্টিক্স লিঃ (স্বপ্ন)মোঃ সাজ্জাদুর রহমান সাজ্জাদ। আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, চিতলমারী থানার ওসি এ এইচ এম কামরুজ্জামান খান, উপজেলা আওয়ামী লীগের সহ -সভাপতি শহিদুল হক, বীর মুক্তিযোদ্ধা মোঃ বেল্লাল হোসেন,উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও চিতলমারী বাজার কমিটির আহবায়ক মোঃ লিটন মুন্সি, ছাত্র লীগের সভাপতি মোঃ রিয়াযুল ইসলাম রিয়াদ মুন্সি, স্বপ্নের পার্টনার ম্যান মোঃ জাহাঙ্গীর মুন্সি, স্বপ্নের চিতলমারীর ব্রাঞ্চ ম্যানেজার এইচ এম মহীম,ক্রেতা গণ, সূধীজন সাংবাদিক বৃন্দ সহ আরো অনেকে।
স্বপ্নের ষ্টোর উদ্ভোদন শেষে ক্রেতাদের উপচে পড়া ভীড় এবং ক্রেতারা স্বাচ্ছন্দ্যে তাদের প্রয়োজনীয় পণ্যসামগ্রী ক্রয় করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *