
“আমার প্রিয় বাংলাদেশ”
সানজিদা নুর শারমিন
আজ সৃষ্টির সুখের উল্লাসে ধরণী
রয়েছে কত ইতিহাস জানো কি তুমি?
ছোট দুটি পায়ে দাড়িয়ে বলি,,
বাবা এই আমি কোন দেশে আছি?? বাবা মুছকি হেসে বলে
আমরা সাধীন দেশে আছি
অবাক পৃথিবী! অবাক করলে তুমি
জন্মে দেখি আমার প্রিয় সদেশভুমি।
তোমাকে ভেবেছি কতদিন, কতরাত অবশেষে হাজার প্রতিক্কার পর
পেলাম এক সপ্নের জগত
নাম তার বাংলাদেশ।