
আমার শহর
ফাতিমা কানি
কেমন আছ আমার শহর?
সোডিয়ামের তাপে,সৌখিনতার পাপে
ক্লান্ত ভীষণ, কিছুটা ছন্দপতন
কালের খেয়ায় ছায়া দেহ, বেঁচে থাকা চিরন্তন।
সবাই ফিরে যায় , পড়ে থাকে
ধবল জোৎস্না ও জল,
সঙ্গী শুধু নিসঙ্গ ল্যাম্পপোষ্ট
দীঘল পথের ফসল।
এখানে সম্পর্কগুলো অগোছালো, নশ্বর
আধুনিকতার জলছাপ, কন্ঠে ধ্রুপদী স্বর,
ভেতরে ভেতরে উইপোকার বাস
নাগরিক উষ্ণতায়, সভ্যতার পরিক্রমায়
তুমি আমি কেবলই দাস।
এসো হে শ্রাবণ
বৃষ্টি হয়ে ঝরো শহরের অলি গলি
মুছে যাক দেয়ালের সব চিৎকার,
মধ্যবিত্তের অভাবের মতো
শরীর আত্মা জুড়ে ফিরে আসুক
নির্বাসিত প্রেম বার বার।