received 1517914728950330

সোহেল রানা
গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধি:

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়ে প্রার্থীতা ঘোষনা করেছেন ব্যারিস্টার সুব্রত কুমার কুন্ডু। শনিবার (১৪ অক্টোবর) বেলা ১১ টায় গুরুদাসপুর পৌরসদরের চাঁচকৈড় বাজারস্থ’ সাথীর রান্নাঘর চায়নিজ রেস্তোরায় মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তাঁর প্রার্থীতা ঘোষনা দেন।
ব্যারিস্টার সুব্রত কুমার কুন্ডু আওয়ামী লীগ কেন্দ্রীয় আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ও সুপ্রীম কোর্ট বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের কার্যকরী সদস্য। তরুন মেধাবী সুব্রত কুমার কুন্ডু ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।
ওই মতবিনিময় সভায় এমপি প্রার্থী সুব্রত কুমার কুন্ডু বলেন,পারিবারিকভাবে তাঁরা বঙ্গবন্ধুর আদর্শ ও আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। তার ছোট ভাই প্রভাষক সেবক কুমার কুন্ডু গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।
ব্যারিস্টার সুব্রত কুমার কুন্ডু জানান,প্রধানমন্ত্রী তাকে মূল্যায়ণ করে দলীয় মনোনয়ন দিলে গুরুদাসপুর বড়াইগ্রামে সরকারের উন্নয়নের ধারা বেগবান করতে সক্ষম হবেন। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের ধারনা ঘরে ঘরে পৌছে দিতে ইন্টারনেট সংযোগ,মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন,ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপন,নদীর স্বাভাবিক গতীপথ সচল,কৃষি ব্যবস্থার আধুনিকায়নে কাজ করবেন।
তিনি আরও জানান,তিনি সংসদ সদস্য নির্বাচিত হলে কৃষি নির্ভর গুরুদাসপুর বড়াইগ্রামে কৃষি বিশ^বিদ্যালয় স্থাপন,চলনবিল পর্যটন কেন্দ্র,যুব সমাজের অবক্ষয় রোধ,মাদক মুক্ত সমাজ ব্যবস্থা,খেলাধুলার ব্যবস্থা,যুবদের প্রশিক্ষন,গ্রামে গ্রামে অভিযোগ বাক্স স্থাপন ও মানুষের চাহিদার বিষয়ে অবগত হবেন। জীব বৈচিত্র রক্ষার উদ্যোগ,গ্রæপিংমুক্ত আওয়ামীলীগ গঠনের প্রত্যয়,সাম্প্রদায়িকতার উর্ধ্বে থেকে সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন বলেও জানান। তিনি গুরুদাসপুর বড়াইগ্রামকে গ্যাস সংযোগ ও রেল লাইনের সাথে যুক্ত করতে কাজ করবেন।
এর আগে ব্যারিস্টার সুব্রত কুমার কুন্ডু প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের নানা তথ্যচিত্র সাংবাদিকদের সামনে তুলে ধরেন। বিশেষ করে পারমানবিক বিদ্যুৎকেন্দ্র, মেট্রোরেল, বঙ্গবন্ধু স্যাটালাইট, পদ্মাসেতু, যমুনা রেল সেতু, কর্নফুলী ট্যানেল নির্মাণ,ডিজিটাল বাংলাদেশ নির্মাণ, রোহিঙ্গা মুসলিমদের আশ্রয়দান করে বিশ^ দরবারে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
বিএনপি- জামায়াত জোটের সমালোচনা করে বলেন, তারা বিদেশী প্রভুদের হাতধরে ক্ষমতায় আসতে চায়। তাদের আগুন সন্ত্রাসের যুগে মানুষ ফিরতে চায় না বলেই আগামীতে এদেশের জনগন আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে।
সংবাদ সম্মেলনে সুব্রত কুমার কুন্ডুর পিতা ননী গোপাল কুন্ডু,চাচা সহকারী অধ্যাপক উত্তম কুমার কুন্ডু,ছোট ভাই সেবক কুমার কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *