
মৌসুমী দাস, স্টাফ রিপোর্টারঃ
দুর্গাপূজায় রাজনৈতিক ফায়দা নিতে সহিংসতায় জড়াতে পারে বিভিন্ন দল: দি হাঙ্গার প্রজেক্টের আলোচনা অনুষ্ঠানে ছাত্র নেতারা
বুধবার বিকেল ৪ ঘটিকায় ইয়ুথ এম্বাসেডর রাজশাহীর আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ সহযোগিতায় পুঠিয়ার বানেশ্বরে আসন্ন দূর্গা পূজায় সহিংসতা বন্ধে করণীয় নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময়ে পুঠিয়া, বাঘা, চারঘাট ও বাগমারা উপজেলার ইয়ুথ এম্বাসেডররা উপস্থিত ছিলেন।
উক্ত সময়ে আরো উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্ট রাজশাহীর ইয়ুথ মোবিলাইজেশন অফিসার মাসুম রাসেল, দি হাঙ্গার প্রজেক্ট রাজশাহীর চারঘাট উপজেলার ইউসি আশরাফুল ইসলাম, রাজশাহী জেলা ছত্রদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, চারঘাট যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শিলা আক্তার, সাংবাদিক নাসিম উদ্দিন, বানেশ্বর সরকারি কলেজ শাখার সাবেক ছাত্রলীগ সভাপতি মো: দেলোয়ার হোসেন, বাঘা উপজেলার আড়ানী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি শাহিন হোসেন রাজীব, বাগমারা উপজেলার জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব সোহেল রানা প্রমুখ।
এই মিটিং এর মূল আলোচ্য বিষয় ছিলো দূর্গা পূজায় সনাতন ধর্মাবলম্বীরা যেনো স্বাচ্ছন্দ্যে উৎসব উদযাপন করতে পারে ও সামাজে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করে এবং কোনো ধরনের সহিংসতা যেনো না হয় সে লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি ইয়ুথদের করণীয় নিয়েও আলোচনা করা হয়।
এ সময়ে বাগমারা উপজেলার জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব সোহেল রানা বলেন, “দুর্গাপূজায় রাজনৈতিক ফায়দা নিতে বিভিন্ন দল সহিংসতা করতে পারে তাই ছাত্রনেতাদের সজাগ থেকে প্রশাসনকে সহযোগীতা করতে হবে”।
ইয়ুথ এম্বাসেডর দেলোয়ার বলেন, “বিগত সময়ে আমরা দলমত নির্বিশেষে সহিংসতা বন্ধে যে ভাবে কাজ করেছি এবারও তার ব্যতিক্রম হবে না”
পরবর্তীতে দূর্গা পূজায় সহিংসতা বন্ধে ছাত্র নেতাদের ভূমিকা পালন করে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয় এবং রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক মুক্তিযুদ্ধ গবেষণা সম্পাদক মাজেদুর রহমান নয়নের বক্তব্যের মাধ্যমে আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।