মোস্তফা প্রামানিক বিশেষঃ প্রতিনিধিঃ

জানা গেছে ঈদের দিন বিকালে হ্নদয়ের আবেগ নিয়ে
কোরবানির মাংস সহ স্ত্রী কে সঙ্গে নিয়ে বোনের বাড়িতে যাওয়ার পথে

রাণীনগর উপজেলার কুজাইল বাজার এলাকায় রোববার সন্ধ্যা ৬টার দিকে দুই মটোর সাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে একজন পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
নিহত পুলিশ কনস্টেবল শাহিন আলম (৪০) রাজশাহীর গোদাগাড়ী থানায় দায়িত্বে কর্মরত ছিলেন বলে জানা যায়। তিনি রাণীনগর উপজেলার উত্তর রাজাপুর গ্রামের ওসমান আলী মোল্লার ছেলে।
তার সঙ্গে থাকা স্ত্রী
আহত শিপন বেগম একই মোটরসাইকেলে ছিলেন।

তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে রাণীনগর থেকে আত্রাই উপজেলার বান্দাইখাড়া যাওয়ার পথে অপর দিক থেকে আসা মটর সাইকেলর মুখোমুখি দুর্ঘটনায় পড়ে।

ওসি প্রাথমিক তদন্তের সত‍্যতা জানিয়েছেন তথ্যের আলোকে জানান, কনষ্টবেল শাহিন ঈদের ছুটি নিয়ে বাড়িতে আসেন এবং ঈদের দিন সন্ধ্যায় স্ত্রী সহ কোরবানির গোশ নিয়ে মোটরসাইকেলে বোনের বাড়ি যাচ্ছিলেন।

“পথে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হন এবং পরে তার মৃত্যু হয়েছে। প্রত‍্যক্ষ দরষী লোক জন জানান পাকা সড়কে পড়ে কনষ্টবেল শাহিনের মাথা থেঁতলে যায়। স্থানীয় লোকজন, রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।”থানা পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সহ তথ্য সংগ্রহ করেছেন।

কনষ্টবেল শাহিনের স্ত্রী নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা রয়েছে।

পুলিশী আইনগত প্রক্রিয়া শেষে শাহিনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি কালাম জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *