
ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
উজান থেকে নেমে আসা ঢলে এবং টানা বর্ষণের কারণে উপজেলার দুধকুমর ও সংকোচ নদের তীরবর্তী নি¤œাঞ্চলের ১৭টি গ্রামে বন্যার পানি ঢুকেছে এবং রাস্তা ঘাট তলিয়ে যাওয়ায় এসকল গ্রামের মানুষ প্রায় পানি বন্দি হয়ে পড়েছে।
জানাগেছে, ভূরুঙ্গামারী ইউনিয়নের চর নলেয়া ও চর কামাতআঙ্গারীয়, শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ারচর, চর উত্তর তিলাই, নামার চর, উত্তর ধলডাঙ্গা,তিলাই ইউনিয়নের খোচাবাড়ি, পশ্চিম ও দক্ষিনছাট গোপালপুর গ্রামের (আংশিক), চরভূরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর, পাইকডাঙ্গা, বলদিয়া ইউনিয়নের চরসতিপুরী, বঙ্গসোনাহাট ইউনিয়নের ভরতের ছড়া, চরবলদিয়া,আরাজি পাইকডাঙ্গাও ছিট পাইকেরছড়া এবং আন্ধারীঝাড়ের মোগলকাটা,হেলডাঙ্গা,চরবারুইটারী চরধাউরার কুটি গ্রামে বন্যার পানি ঢুকে পড়েছে। নলেয়া গ্রামের মরিয়ম বেগম(৪০) জানান, যে হারে পানি বাড়ছে তাতে রাতের মধ্যে ঘরের ভিতর পানি ঢুকতে পারে। কামাতআঙ্গারীয়ার মোকতার হোসেন জানান, ধানের চারা বীজ তলিয়ে গেছে। বন্যার পানিতে পাট ক্ষেত তলিয়ে গেছে। গবাদি পশু, হাস, মুরগী নিয়ে বিপদে আছি। ইসলামপুরের মমেনা জানান ঘরবাড়িতে পানি ঢুকেছে। রান্না করা অসুবিধা। কোন রকমে এক বেলা ভর্তা ভাত খেয়ে আছি। তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান জানান,তার ইউনিয়নে বন্যার পানি তিনটি গ্রামে ঢুকেছে। এখন পর্যন্ত কোন সহযোগিতা পাওয়া যায়নি। উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম জানান, কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে, তা এখনো চেয়ারম্যানরা জানায়নি। জানালে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
#
মোঃ মোখলেছুর রহমান
০১৭১৮৩২৪৬৩৯
১৬.০৬.২০২২