
কলমেঃ কবি আমির হামজা 
সাহিত্যিক যাকে বলে আমি তা নই
আমি নই কোনো খ্যাতিমান কবি
যা কিছু ঘাটতি দেখো আমার মাঝে
পূর্ণতায় রূপান্তর করতে চাই সবি।
জ্ঞানার্জন যদি হয় সাফল্যের সিঁড়ি
তবে ছুতে চাই সিঁড়ির সর্বোচ্চ চূড়া
অধ্যাবসায় চালিয়ে যাবো ততদিন
যতদিন না হয়ে যাই খুনখুনে বুড়া।
খ্যাতিমানদের অমর ইতিহাস সাক্ষী
অনেকেরই নেই প্রাতিষ্ঠানিক শিক্ষা!
তবে কি তাদের অবদান বৃথা গেলো?
কালের বিবর্তনে নেয়নি কেউ দীক্ষা?
কত কথা বলে লোকে না দিয়ে কান
এগিয়ে যেতে হবে সফলতার লক্ষে
অবহেলায় রাখবো না অবসর সময়
সৃষ্টিকর্তার কৃপা রবে আমার পক্ষে।
আমার কাজ অসাধ্যকে সাধন করা
কভু হেরে যাওয়ার পাত্র আমি নই
সকল প্রকার বিনোদন বিদায় দিবো
আপন করে নিবো শুধু শিক্ষার বই।