
– মোঃ অনিক দেওয়ান
ওহে বৃষ্টি তুমি কি
মেঘের রাণী
তোমায় নিয়ে লিখি
একটি বাণী।
মেঘের রাজ্যে
তোমার বসবাস
দিনের বেলায়
ভেসে চলে যাস।
রাতের বেলায় তুমি
অদৃশ্য হয়ে যাও
আমি অপেক্ষা করি
আমাকে ডেকে নাও।
মেঘের রাণী বৃষ্টি
তোমার ভালোবাসায়
ওহে বৃষ্টি তুমি কি
গ্রহণ করবে আমায়?।