
কলমে-শাহরিয়ার মাহমুদ ছামির
তুমি আমার সমাপ্ত কবিতার
অসমাপ্ত ছন্দ
তুমি আমার ফুল বাগানের
মনভোলানো মিষ্টি ফুলের গন্ধ
তুমি আমার তারায় ভরা
নির্জন কালো আকাশ
তুমি আমার তপ্ত দুপুরের
মৃদু শীতল বাতাস
তুমি আমার গাছের ডালে বসা
সেই মিষ্টি হলদে পাখি
তুমি আমার অশ্রু বিহীন
উজ্জ্বল দুটি আঁখি
তুমি আমার বিবর্ণ শহরের
রঙিন রংধনু
তুমি আমার অক্সিজেনের যেন
ক্ষুদ্র ক্ষুদ্র অণু
তুমি আমার নিরবে বয়ে চলা
শান্ত একটি নদী
তুমি আমার জন্য তুলে রাখা
ক্ষমতার সেই গদি
তুমি আমার সবকিছু শেষ থেকে
নতুন করে শুরু
তুমি আমার সাহস জোগানো
আড়ালের সেই গুরু
তোমায় পেলে ধন্য হতো
আমার এই জীবন,
নতুন করে সাজাতাম আবার
রঙ্গিন এই ভুবন
তুমিহীন আজ যেদিকে তাকাই
সবকিছু লাগে খালি,
ক্রমে ক্রমে গিলে নিচ্ছে আমায়
শূন্যতার চোরাবালি