
মুহিবুল হাসান রাফি, স্টাফ রিপোর্টার, লোহাগাড়া, চট্টগ্রাম।
কবিতা :- ❝ক্লান্ত দেহ❞
কবি :- হালিমা সুলতানা
এসেছে ক্লান্তি ভেঙ্গেছে চোখ
প্রকৃতি নিরব সব,
দুর্বল দেহ ভিজেছে ঘামেতে
শান্তি দেও না রব।
শরীর মনেতে বিষাদের কালো
ছোবল জায়গা করে
অতিব গোপনে আজ ধীরে ধীরে
তার গলা টিপে ধরে।
চোখের পর্দা হয়েছে দীর্ঘ
হাজার টানে না সরে,
পায়ের গতিতে ভিড়েছে ক্লান্তি
ধুঁকে ধুঁকে তাই মরে।
রুক্ষ দৃষ্টি ভয়ের সৃষ্টি
গুনে গুনে পা টা ফেলে
এই বুঝি তাকে আঁকড়ে ধরেছে
সুখটা কে দূরে ঠেলে।
ভন ভন করে মাথাটা ঘুরছে
লুটিয়ে মাটিতে পরে,
জীবনের শেষ বেলায় এসে যে
সবার টনক নড়ে।
ইচ্ছে হলেও হবে না কখনো
শক্তি পাওয়া ফিরে,
নিজ অজান্তে চক্ষু যোগল
বন্ধ হবে যে ধীরে।