
কবি :- দিলরুবা খানম সাথী
আমি এক প্রবাসী
দীর্ঘ বছর পর ছুটিতে এসেছি নিজ গৃহে।
মনে কতশত স্বপ্ন আশা নিয়ে
এসেছি প্রিয় মুখগুলো দেখিতে।
নিজ গৃহে পা রাখিতেই বুঝলাম
কেমন জানি বদলে গেছে চেনা মুখগুলো।
আমি কেমন আছি কে রাখে তা খোঁজ।
খোঁজ নিয়েছে সবাই কী এনেছে!
কী এনেছি কী দিয়েছে এসব নিয়ে আজ
চলে গেল পনেরো দিন, কেউ খোঁজ নিল না অভাগার!
মুখে মধু মনে বিষ নিয়ে এ কেমন খেলা
খেলছে তারা আমায় নিয়ে দেখিলাম আজ দু’নয়নে।
জানে কী তারা প্রবাসী মানে কী?
মৃত্যুর সাথে করি যে খেলা,
মাথার গাম পায়ে, খেয়ে না খেয়ে জীবন নদী
চলছে আমার অতল গহীন জলে!
পাঁচটি বছর পর দেশে ফিরে পেলাম না কারো মন।
বুকে কষ্ট বুকেই রইল জানলো না কোনো প্রিয় জন।
কী পাপে আজ প্রবাসী হলাম, ছুটির ঘন্টা বেজে উঠল
বিদায় তোমাদের, ফিরে যাচ্ছি প্রবাসে আর ফিরবো না!
কি এনেছি, কি দিয়েছি হিসাব মিলাতে থাক।
আমি আমার হিসাব পেয়ে গেছি, পেয়ে গেছি গো
নিখুঁত ভালোবাসার হিসাব পেয়ে গেছি!!