মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টার।

আজ কমিল্লা টাউনহল কুমিল্লা জেলা প্রশাসন আয়োজিত জাতিয় কবি নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে
এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলাম এমপি মহোদয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক স্থানীয় আওয়ামী লীগ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও জনসাধারগন।

উক্ত অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী বক্তব্য বলছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর লিখনির মাধ্যমে বিভিন্ন অনিয়ম, অসঙ্গতি, অন্যায় এবং উপনিবেশিকতার বিরুদ্ধে লড়াই করেছেন।

সামাজিক অসাম্য, শোষণ-বঞ্চনা, ধর্মান্ধতা, বর্ণবাদ এবং নারী পুরুষের বৈষম্যের বিরুদ্ধেও সোচ্চার ছিলেন তিনি।

তাঁর জাগরণী ও উদ্দীপনামূলক সাহিত্য ও সঙ্গীত যুগে যুগে মানুষের মাঝে অনাবিল অনুপ্রেরণা যোগাবে। নতুন
প্রজন্মকে গড়ে তুলবে সাহসী ও প্রতিবাদী হিসেবে।

কুমিল্লা টাউন হলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *