মোঃ মাসুম খন্দকার কলাপাড়া প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় মানসিক ভারসাম্যহীন আবুল কালাম (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ। ৫ জুলাই মঙ্গলবার সকাল দশটায় কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত কালাম চাকামাইয়া ইউনিয়নের কাছিম খালি গ্রামের মৃত বনি আমিনের ছেলে।
অসহায় দুস্থ মানুষদের নিয়ে কাজ করা কলাপাড়ার একটি মানবিক সংগঠন, অন্যদানের প্রতিষ্ঠাতা মিন্টু মিয়া জানান, প্রথম খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে কলাপাড়া থানায় হস্তান্তর করেছি। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে, দ্রুতগামী কোন যান বাহনের সাথে আঘাতপ্রাপ্ত হয়ে তার মুত্যু হয়েছে, প্রথমে লাশের কোন ওয়ারেশ পাওয়া যায়নি তারপর আমি আমার ব্যক্তিগত ফেসবুকে বিষয়টি শেয়ার করলে পরক্ষণে কলাপাড়া থানায় মৃত ব্যক্তির স্বজনরা লাশ চিহ্নিত করে।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য পটুয়াখালী মরগে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃতুর মামলা দায়ের করা হবে।
