
সিরাজগঞ্জের তাড়াশে এক কলেজ ছাত্রীকে উত্ত্যাক্ত করায় মো. জুলহাস হোসেন (২৫) নামের বখাটেকে গ্রেফতার করেছেন থানা পুলিশ। মঙ্গলবার রাত ১১ টার দিকে তাড়াশ থানার এস আই আব্দুস সালাম তাকে মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া বাজার থেকে গ্রেফতার করেন। গ্রেফকারকৃত মো. জুলহাস হোসেন ওই গ্রামের আবুল কালামের ছেলে।
বিষয়টি তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, তাড়াশ ডিগ্রি কলেজের সন্মান শ্রেণীর এক ছাত্রী (২১) কে এলাকার চিহিৃত বখাটে মো. জুলহাস হোসেন প্রায়ই কলেজে আসা যাওয়ার পথে উত্ত্যাক্ত করে আসছিল। যা কলেজ ছাত্রী তাঁর অভিভাবকদের বিভিন্ন সময়ে জানান। পরে বিষয়টি ওই কলেজ ছাত্রীর অভিভাবকরা বখাটের পরিবারের লোকজনকে জানালেও তাতে কোন কাজ হয়নি।
এ দিকে গত মঙ্গলবার বাড়ি থেকে কলেজে আসার পথে হামকুড়িয়া বাজার এলাকায় বখাটে জুলহাস ওই কলেজ ছাত্রীর পথ রোধ করে আবারও নানা ভাবে তাঁকে উত্যাক্ত করে। এক পর্যায়ে নির্যাতিত কলেজ ছাত্রী বাড়ি ফিরে গিয়ে বিষয়টি তার অভিভাবকদের জানান।
পরে ওই ছাত্রী মঙ্গলবার রাত ১০ টার দিকে তাড়াশ থানায় বখাটের বিরুদ্ধে নিয়মিত মামলা করেন। আর মামলার পরপরই তাড়াশ থানা পুলিশ রাত ১১ টার দিকে হামকুড়িয়া বাজার থেকে বখাটে জুলহাসকে গ্রেফতার করেন।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. শহিদুল ইসলাম জানান, গ্রেফতারের পর ওই বখাটেকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়।