img 20231012 200603
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় জাতীয় শ্রমিকলীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য  আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়েছে। 
১২ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুর ১২ টায় কাজিপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি পৌরসভা হয়ে স্বাধীনতা স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন  তানভীর শাকিল জয় এমপি’র নেতৃত্বে কাজিপুর উপজেলা শ্রমিক লীগের সকল নেতৃবৃন্দ। 
র‍্যালি ও শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কাজিপুর উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল মালেক এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। 
আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশরত্ন শেখ হাসিনাকে আবারও বিপুল ভোটের মাধ্যমে আওয়ামীলীগ সরকারকে বিজয় করতে দেশের সকল শ্রমিককে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান তানভীর শাকিল জয় এমপি। 
জাতীয় শ্রমিকলীগ কাজিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আঃ সালাম এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাজিপুর পৌরসভার মেয়র আঃ হান্নান তালুকদার, উপজেলা কৃষকলীগের সভাপতি দ্বীন মোহাম্মদ বাবলু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উল ইসলাম শাওন, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার সহ সকল ইউনিট এর নেতৃবৃন্দ। 
আলোচনা শেষে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে  কেক কর্তন করেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি ।

received 1047951642915465

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *