
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ কাজিপুরে শারদীয় দূর্গাপূজা ২০২৩ সুষ্ঠ ও সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উৎযাপনের লক্ষ্যে সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর সকাল ১১ টায় কাজিপুর থানা প্রাঙ্গনে কাজিপুর থানার আয়োজনে অনুষ্ঠিত সভায় ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত পিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন কাজিপুর পূজা উৎযাপন কমিটির সভাপতি উজ্জল কুমার ভৌমিক, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি পরিমল কুমার দরফদার, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, কাজিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব প্রমূখ বক্তব্য রাখেন ।
উল্লেখ্য কাজিপুরে এবার ১৮ টি পূজা মন্ডবে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে।