বাগেরহাট প্রতিনিধি:
মোঃ সৌরভ কবিরাজ
“লিওনেল মেসি” শুধু একটা নাম নয়, যেটা ফুটবল ইতিহাসের স্মরনীয় একটা অধ্যায়। তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেরা ফুটবল জাদুকর (ম্যাজিক ম্যান)।
বস কে ফুটবল তার যোগ্য সম্মান দিতে পেরেছে।
শুধু মেসি নয়, আর্জেন্টিনার প্রত্যেকটা খেলোয়াড়দের কাছে কোটি কোটি আর্জেন্টাইন ভক্ত কৃতজ্ঞ। কোটি কোটি আর্জেন্টাইন ভক্তের স্বপ্ন পূরণ করেছেন।
( লিওনেল স্কালনির শিষ্যরা হলো: লিওনেল মেসি, ডি- মারিয়া,এ্যামিলিয়ানো মার্টিনেজ, রোমেরো,ওতামেন্দি,ফার্নান্দেজ,ডি-পল,মন্টিয়েল,
মলিনা,আলভারেজ ,দিবালা,ম্যাক-এ্যালিস্টা,লাউতারো মার্টিনেজ, আকুনিয়া,লিছান্ড্রো মার্টিনেজ,লো-সেলসো, আরমানি, রুল্লি, টেগেল্লাফিসো, গোমেজ,রোদ্রিগোজ , কোরেয়া, জয়াকুইন সহ নাম না জানা অনেক)
শ্বাসরুদ্ধকর ফাইনালে লিওনেল স্কালনির শিষ্যদের শিরোপা জয়;
কাতারের লুসাইল স্টেডিয়ামে ১২০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। মূল ম্যাচ ৩-৩ গোলে ড্র হলে শিরোপার ভাগ্য গড়ায় পেনাল্টি শুটআউটে। যেখানে আলবিসেলেস্তেদের জয় ৪-২ ব্যবধানে।
ব্যক্তিগত পুরষ্কার:
লিওনেল মেসি গোল্ডেন বল, সেরা গোল রক্ষক এ্যামিলিয়ানো মার্টিনেজ, সেরা ডিফেন্ডারের পুরষ্কার মন্টিয়েল এবং ফ্রান্সের এম বাপ্পী গোল্ডেন বুট।
এই সংবাদটি মোট পড়া হয়েছে 115
অনুগ্রহ পূর্বক পোস্টটি শেয়ার করুন Like this: Like Loading...
Post navigation