
মোঃবিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ
মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েত প্রায় ৩ লাখ প্রবাসী বাংলাদেশী কাজ করছেন সে দেশে। প্রবাসীদের বিভিন্ন সুখে দুঃখে বাংলাদেশী শ্রমিকদের বিভিন্ন সমস্যায় যাকে পাশে পাওয়া যায় সেই বর্ষীয়ান রাজনীতিবিদ কুয়েত কমিউনিটির সুপরিচিত মুখ বিশিষ্ট সংগঠক সমাজসেবক বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক জননেতা আশরাফ আলী ফেরদৌস স্বল্প কালীল ছুটি শেষে আগামী ৩রা জানুয়ারি মঙ্গলবার রাতে বাংলাদেশ থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করবেন বলে আমাদের এ প্রতিবেদককে জানিয়েছেন। কুয়েত কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ থাকে স্বাগত জানাতে বিমানবন্দরে সে সময় উপস্থিত হবেন বলে জানা গেছে।