সাইফুল আলম দুলাল কেন্দুয়া প্রতিনিধি


নেত্রকোণার কেন্দুয়ায় রবিবার (২৯ মে) বিকালের দিকে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের নেতৃত্বে, মেডিকেল প্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ- ১৯৮২ অনুযায়ী ০২টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে জরিমানা (পপুলার ডায়গনস্টিক সেন্টার ও খান ঔষধালয়) এবং ৩ টি প্রতিষ্ঠান (কেন্দুয়া চক্ষু হাসপাতাল, চেক- আপ ডায়গনস্টিক সেন্টার ও খান ডায়গনস্টিক সেন্টার) কে সিলগালা করা হয়েছে।

এসময় অভিযানে উপস্থিত ছিলেন, ডা. এবাদুর রহমান (টি. এইচ. এ.), ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ ডা. অরূপ, ওসি (তদন্ত) মীর মাহবুবুর রহমান, এস আই তানভীর হাসান, স্যানিটারী ইন্সপেক্টর আঃ গফুরসহ মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!