
কেন্দুয়া প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়া উপজেলা প্রশাসন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সংগঠন আজ শনিবার উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পদ্মা সেতুর উদ্ভোধনী অনুষ্ঠান টেলিভিশন সম্প্রচারের মাধ্যমে উপভোগ করেছেন।
এ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা শেষে কেন্দুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে প্রধান মন্ত্রী কর্তৃক পদ্মা সেতুর উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূঞা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আসাদুল হক ভূঞা, সহকারী কমিশনার ভূমি মোঃ রাজিব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি, বিভিন্ন দফতরের কর্মকর্তা, আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মী গণ।
একই সময়ে উপজেলার বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানে উৎসব মুখর পরিবেশে পদ্মা সেতুর উদ্ভোধনী অনুষ্ঠান সরাসরি উপভোগ করা হয়।