
সাইফুল আলম দুলাল কেন্দুয়া প্রতিনিধিঃ
বৃহস্পতিবার নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আওয়ামীলীগ নেতা কেন্দুয়া-আটপাড়া আসনের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি সামছুল কবীর খান ও নেত্রকোনা জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান, চিরাং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেত্রী সালমা আক্তারের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকে দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে উপজেলার কান্দিউড়া, চিরাং, মোজাফফরপুর,নওপাড়া,বলাইশিমুল ইউনিয়নের বন্যা ক্ষতিগ্রস্হ পাঁচশত পরিবারের মাঝে চাউল,ডাল,তেল,সহ যাবতীয় সামগ্রি বিতরন করেন। এ সময় কেন্দুয়া উপজেলা চিরাং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক,চিরাং ইউনিয়ন চেয়ারম্যান এনামুল কবির খান,মোজাফফর পুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির আলম ভূঞা, কান্দিউড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল আলম বাবুল নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট সারোয়ার জাহান কাউসার, নেত্রকোনা জেলা তাতীলীগের সহ সভাপতি আবুল হাশেম আওয়ামীলীগ নেতা অবসর প্রাপ্ত শিক্ষক হাসিম উদ্দিন সহ বিভিন্ন ব্যাক্তবর্গ উপস্থিত ছিলেন।