
সাইফুল আলম দুলাল কেন্দুয়া প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ায় হাওরে বন্যার পানিতে নৌকা দিয়ে ঘুরতে গিয়ে জুলেখা আক্তার (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
এঘটনাটি মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নে জুড়াইল দক্ষিণপাড়া সামনের হাওরে ঘটে। নিহত জুলেখা জুড়াইল দক্ষিণপাড়া গ্রামের হারেছ মিয়ার স্ত্রী।
নৌকা দিয়ে ঘুরতে যাওয়া এক প্রত্যক্ষদর্শী জানান, আজ সকাল ১১টার দিকে ছোট-বড় ৬-৭ জন মিলে নৌকা নিয়ে বাড়ির সামনে হাওড়ে ঘুরতে যাই। কিন্তু হাওড়ের মাঝখানে গিয়ে নৌকাটি কাত হয়ে ডুবে যায়। হটাৎ করে নৌকা ডুবে গেলে সবাই সাঁতরে এবং আমাদের চিৎকারে ছুটে যাওয়া স্থানীয়দের সহায়তায় তীরে আসলেও নিহত জুলেখা আসতে পারেনি। পরে অনেক খোঁজাখুঁজির পর জুলেখার মৃতদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
নিহত জুলেখা দুই ছেলে ও এক কন্যা সন্তানের জননী ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে শোকের মাতম চলছে।
এঘটনার খবর পেয়ে নিহতের বাড়িতে ছুটে যান কেন্দুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, ইউএনও মাহমুদা বেগম, এসিল্যান্ড মো. রাজিব হোসেন, কেন্দুয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান সারোয়ার জাহান কাউসার ও কেন্দুয়া ফায়ার স্টেশনের ইনচার্জ হাবিবুর রহমান।
নিহতের পরিবারকে নগদ ১০ হাজার টাকা অনুদান ও খাদ্যসামগ্রী প্রদান করেছেন উপজেলা প্রশাসন।
কেন্দুয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ নেই।