
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি :
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের গন্ডা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের তারিখ ঘোষণার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) দুপুরে বিদ্যালয়ের সামনে ছাত্র/ছাত্রী ও অভিভাবক ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তব্য রাখেন গন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন,গন্ডা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এ কে এম মোয়েম রিপন,গন্ডা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সুলতান মিয়া,
বিশিষ্ট ব্যবসায়ী মাজাহারুল ইসলাম প্রমুখ।
বক্তরা বলেন, বর্তমান ম্যানেজিং কমিটির মেয়াদ আগামী ৭ জুলাই শেষ হবে। ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার ৩০ দিন পূর্বেই নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নতুন নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনে নিয়ম থাকলেও প্রধান শিক্ষক ও কমিটির লোকজন নির্বাচন তারিখ ঘোষণা না করে এডহক কমিটি গঠনের পায়তারা করে যাচ্ছেন বলে জানায়। অচিরেই নির্বাচনের তারিখ ঘোষণা না করলে কঠোর
আন্দোলনে যাবে বলেও হোসিয়ারি দেন তারা।
মানববন্ধনে বিপুল সংখ্যক অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের
সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন সামনে অর্থবার্ষিক পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের বিষয়টি চিন্তা করেই আমরা এডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি।