
সাইফুল আলম দুলাল কেন্দুয়া প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়ায় শুক্রবার (২৭ মে) বিকালে কেন্দুয়া প্রেসক্লাব কার্যালয়ের সামনে দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্তসহ ৫জন সাংবাদিকের বিরুদ্ধে কুমিল্লায় মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক ভোরের কাগজ কেন্দুয়া এবং মদন উপজেলা প্রতিনিধির আয়োজনে, কেন্দুয়া প্রেসক্লাবের সহসভাপতি এবং ভোরের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক বিজয় রজক এঁর সভাপতিত্বে এবং তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক আয়নাল হকের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজল, দৈনিক ভোরের কাগজ পত্রিকার নেত্রকোণা জেলা প্রতিনিধি, মো: শফিকুল ইসলাম, দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি মো: মামুন।
এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, মদন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ প্রতিনিধি পরিতোষ দাস, কেন্দুয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সুনীল পোদ্দার, সদস্য কিশোর কুমার শর্মা, মুজিবুর রহমান, হুমায়ূন কবির, রিপোটার্স ক্লাবের সদস্য সাংবাদিক আবুল কাশেম আকন্দ, আমাদের নতুন সময় প্রতিনিধি সাইফুল আলম দুলাল, মানবকণ্ঠ প্রতিনিধি রুকন উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য গত (১৫ মে) দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্তসহ ৫ জনের বিরুদ্ধে কুমিল্লায় মানহানির মামলা দায়ের হয়েছে।উক্ত মামলা প্রত্যাহারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।