
সাইফুল আলম, কেন্দুয়া প্রতিনিধিঃ
নেত্রকোনার কেন্দুয়ায় ময়মনসিংহ আঠারোবাড়ি সড়কে কমলপুর নামক স্থানে সোমবার ১৩ জুন বেলা সাড়ে এগারটার দিকে ময়মনসিংহ থেকে আসা সিএনজি কেন্দুয়া থেকে অটোবাই মুখোমুখি সংঘর্ষে একজন নিহত অপর ৩ জন আহত হয়েছে।
নিহত হলেন মদন উপজেলার তিয়শ্রী গ্রামের রহিম উদ্দিনের ছেলে নাজমুল হোসেন (৩৬)। এছাড়া আহতরা হলেন কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পানগাও গ্রামের আমিনুল হকের ছেলে আবিব,একই গ্রামের নাজমুল হকের ছেলে আবু হানিফ ও আবুল হাসেমের কন্যা তামান্না আক্তার। আহতরা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছে।
এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেন কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মীর মাহবুবুর রহমান, বলেন লাশ পরিবাবের নিকট হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।