
স্টাফ রিপোর্টার:-

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
সোমবার (৯ অক্টোবর) বিকালে কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে চাপাইনবয়াবগঞ্জ জেলা শহরের বাতেন খাঁ মোড় হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানেই বিক্ষোভ সমাবেশ হয়।
জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলামের নেতৃত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. রফিকুল ইসলাম টিপুর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা ও উপজেলা কমিটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ সমাবেশে মুল বক্তব্য রাখেন, সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম। আরও বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির আহবায়ক ওবায়েদ পাঠান, গোমস্তাপুর উপজেলার সদস্য সচিব সাবেক মেয়র তারিক আহমেদ, নাচোল উপজেলার সদস্য সচিব আবু তাহের খোকন, ভোলাহাট উপজেলা আহ্বায়ক ইয়াজদানি জজ, শিবগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত আহবায়ক মবিনুর রহমান মিয়াসহ আরও অনেকেই।