আমানুল্লাহ আসিফ,বিশেষ প্রতিনিধিঃ
গাড়ো পাহাড়ের কোলে অবস্থিত জেলা শেরপুরে প্রতিবছর হাজার হাজার হেক্টর ফসলি জমিতে বোরো ধানের চাষ করা হয়।এবছর শেরপুর জেলার পাচটি উপজেলাতেই খুব ভালো হয়েছে বোরো ধানের ফলন,এখন চলছে পুরোদমে কর্তন।জেলার গাড়ো পাহাড় অংশেও এখন চলছে বোরো ধান কাটার উৎসব।ভালো ফলন পেয়ে খুশি আবার বন্যহাতির ভয় এই দুই নিয়েই বোরো ধান কাটছেন গাড়ো পাহাড়ের কৃষক অনেকে আবার হাতির ভয়ে কেটে ফেলেছেন কাচা ধান।সারাজেলাতেই চলছে এখন ধান কাটার মহাউৎসব তবে শ্রমিক সংকটে অনেকেই,নেই ধানের ন্যায্য মুল্য যার ফলে কপালে হাত পড়েছে কৃষকের।গতকাল নকলা ও নালিতাবাড়ী উপজেলার বেশকিছু এলকায় সরেজমিনে ঘুরে দেখা গেছে খুব ভালো হয়েছে ধানের ফলন।কথা হয় কৃষকদের সাথে তারা জানান দেশি-হাইব্রিড মিলিয়ে বেশ কিছু জাতের ধানের আবাদ তারা করেছেন একর প্রতি ৬০-১১০মন ধান পাচ্ছেন।তারা,ধান কাটার শ্রমিক পাচ্ছেন না,ভালো বাজার মুল্যও পাচ্ছেন না।মেশিন দিয়ে ধান কাটার ফলে কিছুটা কষ্ট লাঘব হয়েছে তাদের।দৈনিক ইনকিলাবের শেরপুর জেলা প্রতিনিধি এস কে সাত্তার বলেন গাড়ো পাহাড় ও ঝিনাইঘাতীতে ধান কাটার তীব্র শ্রমিক সংকটে আছে কূষক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don`t copy text!