
সোহেল রানা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাস, পুলিশের উপরে হামলা,বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা,পুলিশ হত্যা,নৈরাজ্য সৃষ্টি ও অবৈধ হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১২ টার দিকে চাঁচকৈড় শহরের হরিবাসর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে চাঁচকৈড় শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় এসে ওই জায়গা শেষ হয়। পরে সেখানে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী,নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন মাষ্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম দোলন, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ, আওয়ামী লীগ নেতা আলমগীর শেখসহ সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।
বক্তব্যে আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন বলেন, মহাসমাবেশের নামে গত শনিবার বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি কারীদের বিরুদ্ধে আমরা মাঠে থেকে প্রতিহত করবো। যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের ছাড় দেওয়া হবেনা।