
সোহেল রানা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে ২০২৩-২০২৪ অর্থ বছরের কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা মিলনায়তন হল রুমে উপজেলা নির্বাহী অফিস শ্রাবণী রায়ের সভাপতিত্বে প্রান্তিক ৪ হাজার ৬ শত ৫ জন কৃষকের মাঝে ২০ কেজি গম,২ কেজি ভুট্টা, ১ কেজি সরিষা,১০ কেজি চিনাবাদাম, ১ কেজি পেঁয়াজ, ৫ কেজি মুগ,৫ কেজি মসুর,৮ কেজি খেসারির বীজ সহ ১০ কেজি ডিএপি,১০ কেজি এমওপি রাসায়নিক সার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর -৪ আসনের সংসদ সদস্য জনাব ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী। তিনি বলেন আওয়ামীলীগ সরকার কৃষি বান্ধব সরকার, কৃষকের জীবন মান উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব সময় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং সেচ প্রকল্পের আওতায় কৃষককের মাঝে ভর্তুকি দিচ্ছে ও রাসায়নিক সার স্বল্পমূল্যে কৃষকের মাঝে পৌঁছে দিচ্ছে। তিনি আরও বলেন ২০২৪ সালের জানুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ সরকারকে পুনরায় ভোট দিয়ে জয়যুক্ত করে কৃষকের জীবন মান ও কৃষি বান্ধব কার্যক্রম চলমান রাখতে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী মোল্লা,উপজেলা ভাইস চেয়ারম্যান মো.আলাল শেখ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.রোকসানা আকতার,উপজেলা কৃষি অফিসার মো.হারুনর রশিদ সহ অন্যান্যরা।