
শাহিন আলম,গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
মুজিব বর্ষের অঙ্গীকার,কৃষি হবে দূর্বার ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০২৩-২৪ মৌসুমে রাজস্ব খাতের অর্থায়ণে আগাম স্বল্পজীবনকালীন ‘ব্রি ধান -৭৫’ জাতের নমুনা শস্য কর্তনের মাধ্যমে রোপা আমন মৌসুমে ধান কাটার উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দেওপুরা উচ্চ বিদ্যালয়ে গোমস্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা. জিয়াউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা। আরও বক্তব্য রাখেন ,উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহু,উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, ইউপি সদস্য ইমানুল হক প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা