
শাহিন আলম,গোমস্তাপুর( চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চলতি অর্থবছর ১১হাজার ৪৬০ জন কৃষককে কৃষিতে প্রনোদনা দেয়া হচ্ছে। এরই অংশ হিসেবে শনিবার আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে প্রনোদনার বীজ ও সার তুলে দেয়া হয়। এ উপলক্ষে উপজেলা কৃষি বিভাগ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন। প্রধান অতিথি ছিলেন এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, কৃষি সম্প্রসারন কর্মকর্তা ফিরোজ আলী প্রমুখ। প্রসঙ্গত: শীতকালীন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গম আবাদের জন্য ৩ হাজার জন, ভুট্টার জন্য ৯০০জন, সরিষার জন্য ৬ হাজার ৯৫০ জন,শীতকালীন পেঁয়াজের জন্য ১৫০জন ও ডাল জাতীয় ফসল উৎপাদনের জন্য ৪৬০ জন কৃষককে এ প্রনোদনা দেয়া হবে বলে কৃষি বিভাগ জানিয়েছে।