শাহীন আলম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে নিরাপদ ও পরিবেশ বান্ধব পদ্ধতিতে সবজি চাষ। এ পদ্ধতিতে খরচ কম হওয়ার পাশাপাশি সহজেই নিশ্চিত করা যায় নিরাপদ সবজি। সবজি চাষের নিরাপদ এই পদ্ধতি পুরো উপজেলায় ছড়িয়ে দিতে ইতিমধ্যে কৃষকদের প্রশিক্ষণ ও প্রণোদনার মাধ্যমে উৎসাহ দিয়ে যাচ্ছে কৃষি অফিস।

গোমস্তাপুর উপজেলায় বোয়ালিয়া ইউনিয়নে রবি মৌসুমী নিরাপদ শাকসবজি উৎপাদনের জন্য পরিবেশবান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় আলমপুরের
বিভিন্ন মৌজায় প্রায় ১০০ একর জমিতে ৫০০ কৃষককে ২০টি গ্রুপে ভাগ করে প্রতি গ্রুপে ২৫ জন কৃষকের মাধ্যমে সবজি চাষ করা হচ্ছে। এ পদ্ধতিতে চাষ করতে কৃষকদের বিভিন্ন প্রণোদনার পাশাপাশি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যাতে করে কৃষকরা উপকারিতা বুঝে ফসল চাষ করতে উদ্বুদ্ধ হয়।
সেখানে আলু, বেগুন, টমেটো ,শসা, সিম ,করলা ইত্যাদি ফসল চাষ করে লাভবান হবে মনে করছে কৃষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *