
মোঃ ইকবাল মোরশেদ স্টাফ রিপোর্টার।
কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগন্ডা এলাকায় বেলাল ব্রিকস্ ম্যানুফ্যাকচারিংয়ে হামলা চালিয়ে ১৫ লক্ষ টাকা লুটের মামলার এজাহারভুক্ত আসামী শাকিবুল ইসলাম শান্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের শালুকিয়া গ্রামের শফিকুল ইসলাম মুন্নার ছেলে।
মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।
জানা গেছে, দীর্ঘদিন ধরে আমানগন্ডার বেলাল ব্রিকসে শান্তসহ কয়েকজন চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা না দেয়ায় রোববার শান্তসহ কয়েকজন দফায় দফায় হামলা চালিয়ে বেলাল ব্রিকস ও স্বত্তাধিকারী বেলাল হোসেনের ব্যবহৃত প্রাইভেটকার ভাংচুর করে ১৫ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় মোঃ বেলাল হোসেন বাদি হয়ে শান্তসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
পুলিশ মামলার এজাহার নামীয় আসামী মোঃ শাকিবুল ইসলাম শান্তকে সোমবার গভীর রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।