এম,দিদারুল আলম চট্টগ্রাম প্রতিনিধি

ছিলনা সানাইয়ের সুর কিংবা ডিজি ও বাজি ফুটানোর মতো অস্থির বিকটশব্দ, আর ছিলনা যুবক যুবতীর নিত্যের লাফালাফি বিক্ষিপ্ত পরিবেশ। সম্পূর্ণ ইসলামি আঙ্গিকে অনুকরণ করে গত ২৮ শে জুলাই বৃহস্পতিবার ফটিকছড়ি ২১নং খিরাম ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন খিরাম নুরুল উলুম আহম্মাদীয়া রিজভীয়া দাখিল মাদরাসার প্রতিষ্টাতা সুপার হযতুলহাজ্ব আল্লামা ইলিয়াস খাঁন আলকাদেরীর প্রথমা কন্যা খতিজাতুল কোবরা সাদিয়ার সাথে আজিজিয়া হাশিমিয়া নূরীয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা জাহেদ উদ্দীন নুরীর শুভ বিবাহ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গত ২৭ জুলাই বুধবার ছিল মেহেদীরাত অর্থাৎ জাতী ধর্ম বর্ণ নির্বিশেষে একটি বিয়ের মেহেদীরাত কি, বিশেষ করে চট্টগ্রামবাসি ভাল যানেন। যার সংঘর্ষে ব্যতিষ্ণ এলাকার সাধারন মানুষ। কিন্ত সম্পূর্ণ অপসাংস্কৃতির অবসান ঘটিয়ে ইসলামী সৃংস্কৃতির আদলে সাদিয়া আর জাহেদের মেহেদী অনুষ্ঠান সম্পন্ন হয়।
এবিয়ের বর কনের বাড়ি গিয়ে সরজমিন পরিদর্শন করে প্রথমে মেয়ের বাড়িতে যা দেখি, সন্ধ্যার নামার পর পর মাগরিব সালাতের পর মেহমান আসা শুরু করলে দেখা যায় একের পর এক আলেম উলামা আসতে থাকে, এতে প্রায় প্রায় ৩৭ জন মত আলেম উপস্থিত হয়। কিছুক্ষণ পত সবাই এক সাথে খতমে কোরআন তেলাওয়াত শুরু করে এর পর বিশ্ববিখ্যাত দরুদ শরীফের কিতাব পবিত্র মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল (সা!) শুরু করে প্রায় দীর্ঘ চার ঘন্টা সময় নিয়ে এই খতম শরীফ সম্পন্না করেন। এ খতম শরীফে উপস্থিত ছিলেন আল্লামা মুফতি জসিম উদ্দিন আলকাদেরী,আল্লামা আরুল আলম নুরী, আল্লামা নাছির উদ্দিন আনসারি,মাওলানা জসিম উদ্দিন আবেদী, ছৈয়দ মাঈনুল ইসলাম শিমু,আল্লামা আহম্মদ হোসেন কাদেরী, মাও তকিউদ্দীন, মাওলানা মূঈন উদ্দিন, মাও আব্দুল হামিদ কাদেরী, আল্লামা নুরুল আবছার রিজভী মাওলানা কাজী মাও ওমর ফারুক আজমী মুহাম্মদ ফরিদুল আলম শাহ আল কাদেরী, বিশিষ্ট লিখক মাও আসাদুজ্জামান রানা, মাও ছায়াদ উদ্দিন, মাওলানা নেজাম উদ্দিন তৈয়বী, রাউজান প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মাওলানা এম,দিদারুল আলম কাদেরী, মাওলানা রুহুল আমিন,মাও গোলাম কিবরীয়া, কারী মুহাম্মদ ইউনুছ, কাজী হাফেজ মাওলানা নেজাম উদ্দীন
মাও নঈম উদ্দীন ভান্ডারী, আবদুল ক্বাদের কাদেরী মাও আব্দুল হক, মাওলানা মোহাম্মদ ফখরুদ্দিন,মাও মামুন উদ্দিন আত্তারী, মাও মামুন উদ্দিন,
পাশাপাশি বরের পিত্রালয়ে ও প্রায় ৩৫ জন আলেম হাফেজ মুফতি বুজর্ঘ উলামায়ে কিরামের মাধ্যমে দরুদে কিবরিতে আহমর শরীফ ও খতমে গাউছিয়া আলীয়া কাদেরীয়া শরীফের ব্যাবস্থা করা হয়। যা রাত ১২ ঘটিকা হতে সারে তিনটা পর্যন্ত চলে। এতে উপস্থিত উলামায়ে কিরাম গণ বনেন এমন বিয়ে অনুষ্ঠান ইসলাম শরীয়ত সম্মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *