
ইন্দ্রজিৎ টিকাদার
বটিয়াঘাটা প্রতিনিধি ঃ
চট্টগ্ৰামের সীতাকুণ্ডের বি এম কনটেইনারের ডিপোতে বিস্ফোরণের আগুনে পুড়ে মৃত ফায়ার সার্ভিসের কর্মী শাকিলের লাশ গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় ঢাকা থেকে ফায়ার সার্ভিসের একটি এ্যাম্বুলেন্স করে তার গ্ৰামের বাড়ি বটিয়াঘাটার সুরখালীর সুখদাড়ায় নিয়ে আসা হয় । শাকিলের লাশ গ্ৰামের বাড়িতে পৌঁছালে অপেক্ষেয়মাষ হাজার হাজার মানুষ তাকে একনজর দেখার জন্য দাঁড়িয়ে থাকে । এসময় এলাকায় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে ।এসময় পিতা- মাতা সহ আত্মীয়-স্বজন কান্নায় ভেঙে পড়ে । পরবর্তীতে তার লাশের কফিনে জাতীয় ও ফায়ার সার্ভিসের পতাকা মুড়িয়ে খুলনা বিভাগীয় উপ-পরিচালক মোঃ সালেহ’র নেতৃত্বে গার্ড অফ আনার প্রদর্শন করা হয় । এরপর পর্যায়ক্রমে ফায়ার সার্ভিস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পক্ষ থেকে, খুলনা জেলা আ’লীগ, জেলা বিএনপি সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান হয় । খবর পেয়ে জেলা আ’লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান, ফায়ার সার্ভিসের বিভাগীয় সহকারী উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যানদ্বয় নিতাই গাইন ও চঞ্চলা মন্ডল,ফায়ার সার্ভিসের বাগেরহাট জেলার সহকারী উপ-পরিচালক মোঃ গোলাম সরোয়ার, মোংলা ইপিজেডের সাব অফিসার এস এম আব্দুল ওয়াদুদ,মোংলা ইপিজেডের লিডার মোঃ রেজাউল করিম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক দিলীপ হালদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আমীর এজাজ খাঁন, থানায় থানার ওসি তদন্ত মোহাম্মদ জাহেদুর রহমান উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটু, দাকোপ আ’লীগ নেতা আব্দুল কাদের, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল ইসলাম খাঁন জানি, সাধারণ সম্পাদক মোঃ ফারুক খন্দকার’র, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন ইমু, উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক অশোক কুমার সরকার,উপজেলা যুবলীগের আহবায়ক অনুপম বিশ্বাস সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ । শাকিলের গ্ৰামের বাড়িতে মাঠে লাশের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় । এছাড়াও শাকিলের লাশের প্রথম জানাজা চট্টগ্রামে অনুষ্ঠিত হয় ।