received 1049872046005619



স্টাফ রিপোর্টার-

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন গ্রেফতার।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী দল বিএনপির ভোলাহাট উপজেলার যুগ্ম আহ্বায়ক শাহনাজ খাতুনকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২নভেম্বর) বেলা সোয়া ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট থেকে তাঁকে গ্রেফতার করে ভোলাহাট থানা পুলিশ।

গত (১৫ আগষ্ট) উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আহসান হাবীব বাদি হয়ে ভোলাহাট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ঐ মামলার মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ খাতুন ৫ নং আসামি।

এসআই মোস্তাফিজুর রহমান জানান, শাহনাজ খাতুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ভোলাহাট থানার মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে । তিনি বলেন,গ্রেফতারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *