
মোঃ আসাদুল্লাহ সনি জেলা প্রতিনিধিঃ
রবিবার (১৯ মার্চ) সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প র্যাব-৫ এর অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ কানসাট থেকে ২টি বিদেশী পিস্তল ৩ টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলিসহ ১ জন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত হলেন, নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন মৃত সালেমানের ছেলে আব্দুস ছালাম (২৭)
রাজশাহীর একটি অপারেশন দল ২০:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট গোপালনগর মোড় বাসস্ট্যান্ড সংলগ্ন জনৈক আব্দুর রহিম এর ওয়ার্ক শপ এর দক্ষিণ পাশের বন্ধ আমের আরতের সামনে
কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে। একটি অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে
উক্ত আসামী সহ অস্ত্র আটক করে।
র্যাব জানায়, উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামি সৈয়দপুরের বাসন্দিা। অবধৈ অস্ত্র সংগ্রহরে উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় গমন করে। অস্ত্র সংগ্রহ করে তার গন্তব্যে রওনা করার সময় গোপন তথ্যরে ভিত্তিতে অভিযান পরিচালনা করে, উল্লেখিত এলাকার বাস স্ট্যান্ড থেকে তাকে অবধৈ অস্ত্র এবং গোলাবারুদসহ আটক করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।