চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ এর সদস্যরা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো.আবু সুফিয়ান (৬০)কে গ্রেপ্তার করেছে। তিনি শিবগঞ্জ উপজেলার দূলর্ভপুর ইউনিয়নের পার কালুপুর গ্রামের মৃত আবদুর রহমান ফিটুর ছেলে।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ফরিদপুর জেলার সদরপুর উপজেলার মনিকটার বাজার হতে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প হতে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়,২০১৩ সালের শিবগঞ্জ থানার একটি হত্যা মামলায় গত ৫ মে মো.আবু সুফিয়ান কে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। তার আগে থেকেই তিনি ফরিদপুরে আত্মগোপন করে দিনমজুরের কাজ করে আসছিলেন ।

চাঁপাইনবাবঞ্জ র‌্যাব ক্যাম্প-৫এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির জানান,সাজা হওয়ার পর থেকেই র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। এর এক পর্যায়ে গোপন সংবাদেওর ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে র‌্যাব-৮ বরিশালের সহযোগিতায় মো.আবু সুফিয়ান কে গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করার পর কারাগারে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *