
মোঃ আসাদুল্লাহ সনি নিজস্ব প্রতিবেদকঃ
রবিবার (১৯ মার্চ) সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫ এর অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলে ১৩.৫ কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন, শিবগঞ্জ থানার শাহাবাজপুরের নজরুল ইসলামের ছেলে মোঃ মর্তুজা আলম (৪৩), নাচোল থানার চাঁনপাড়া বাগানবাড়ীর তহুর আহমেদের ছেলে মোঃ আহাদ বাবু (৩৩)
রাজশাহীর একটি অপারেশন দল ২৩:৫০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানাধীন চাঁনপাড়া (বাগানবাড়ী) গ্রামস্থ জনৈক মোঃ তহুর আহমেদ এর বাড়ী সামনে খলসি বাজার গোমস্তাপুরগামী পাকা রাস্তার উপর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ- ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত আসামীগণকে গ্রেফতার।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।