
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অভিযানে পোলাডাংগা সীমান্তে ১ কেজি ৫০ গ্রাম ভারতীয় হেরোইন আটক করা হয়।
আজ ১৮ মার্চ ২০২৩ তারিখ আনুমানিক দুপুর ৩ টার সময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ পোলাডাংগা বিওপির একটি চৌকস টহলদল বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪১/৮-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন আলাতলী ইউনিয়নের শান্তিপাড়া গ্রামে একটি অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১ কেজি ৫০ গ্রাম ভারতীয় হেরোইন আটক করতে সক্ষম হয়।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাহিদ হোসেন বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অন্যান্য চোরাচালানী মালামালসহ মাদকদ্রব্য চোরাচালান দমনে বদ্ধপরিকর।